Sunday, June 19, 2016

প্রত্যেকেই পরোক্ষভাবে হলেও আল্লাহ্‌র আইন মানে

প্রত্যেকেই পরোক্ষভাবে হলেও আল্লাহ্‌র আইন মানে

আমরা মুসলিম জাতী,আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার ধর্ম ইসলাম, আমি গর্বিত যে আমি একজন মুসলিম। আনেক অমুসলিম আছে যারা দুনিয়াতে শুধু ইসলামের শত্রু হয়ে ইসলামকে ধ্বংস করতে এসেছে, তাঁরা ইসলামের কোন কিছু মানতেই চাই না। কিন্তু আমি আজকে দেখাব তাঁরা ইসলামকে মানতে না চাইলেও পরোক্ষভাবে ইসলামকে মেনেই দুনিয়াতে টিকে আছে। ইসলামকে না মেনে কোন মুসলিম, কাফের, ইহুদী, নাস্তিক, কেউ-ই দুনিয়াতে টিকতে পারবেনা। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো।

একজন মুসলমানের পশ্চিম, একজন কাফেরের পশ্চিম, একজন নাস্তিকের পশ্চিম, বাংলাদেশের পশ্চিম, ইন্ডিয়ার পশ্চিম বা অন্য যে কোন দেশের ই হক না কেন সবারই পশ্চিম দিক (West Side) আছে। এই পশ্চিম কীভাবে নির্ণয় করা হয়েছে তা সবারই জানা। পৃথিবীর কেন্দ্রই হচ্ছে সকলের পশ্চিম, আর এই পৃথিবীর কেন্দ্র কোথাই বা কোনটা জানেন? পবিত্র মক্কা শরীফের ক্বাবা ঘর! সকল ধর্মের মানুষই কিন্তু পরোক্ষভাবে হলেও ক্বাবা ঘরকে-ই মেনে নিয়েছে। পৃথিবীতে সকল মসজিদই মহান আল্লাহ্‌র ঘর, ক্বাবা ঘর মহান আল্লাহ্‌র ঘর আর সেই দিক থেকে পৃথিবীর সবাই পরোক্ষভাবে হলেও আল্লাহর আইনকে মেনেনিতে বাধ্য হয়েছে, পরোক্ষভাবে হোক বা প্রত্যক্ষভাবে।
Share:

Friday, June 17, 2016

সপ্তস্তর বিশিষ্ট আসমান

সপ্তস্তর বিশিষ্ট আসমান





তিনিই সে সত্তা (আল্লাহ) যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্যে যা
কিছু রয়েছে জমিনে, অতঃপর তিনি মনসংযোগ করেছেন আকাশের
প্রতি। বস্তুত তিনি তৈরি করেছেন সাত আসমান। আর তিনি
সর্ববিষয়ে অবহিত। (বাকারা, ০২ : ২৯)

আর আমি তোমাদের ওপর সৃষ্টি করেছি সপ্তপথ। (মুমিনূন, ২৩ :১৭)

আর আমি নির্মাণ করেছি তোমাদের ওপর মজবুত সপ্ত আকাশ। (নাবা, ৭৮ : ১২)

এই আয়াতগুলি শতাব্দীর পর শতাব্দী ধরে রহস্য হয়েই থেকে গেছে।
এমনকি এই বিজ্ঞানের যুগের মানুষদের কাছেও। সাম্প্রতিক সময়ে একজন
তুর্কি মহাকাশ বিজ্ঞানী ডক্টর হালুক নূর বাকি মহাকাশ বিজ্ঞানের সাম্প্রতিক
গবেষণার ভিত্তিতে এই আয়াতগুলির ব্যাখ্যা দিয়েছেন। তিনি দেখিয়েছেন,
যে মহাশূন্য আমাদের পৃথিবীকে বেষ্টন করে আছে তা নিমড়বলিখিত সাতটি
সমকেন্দ্রিক চৌম্বক স্তরে গঠিত।

১. মহাশূন্যের যে ক্ষেত্র সৌরজগত দ্বারা গঠিত তা প্রথম আসমানের
প্রতিনিধিত্ব করে।

২. সম্প্রতি ‘মিল্কিওয়ে’ বা আকাশগঙ্গার চারপাশে একটি চৌম্বক
ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। আমাদের ছায়াপথের এই বিস্তৃত ক্ষেত্রটি
দ্বিতীয় আসমানের প্রতিনিধিত্ব করে।

৩. ছায়াপথসমূহের ‘Local Cluster’ মহাকাশীয় ক্ষেত্র তৃতীয়
আসমানের প্রতিনিধিত্ব করে।

৪. ছায়াপথসমূহের সমন্বয়ে গঠিত মহাবিশ্বের কেন্দ্রীয় চৌম্বক ক্ষেত্র
চতুর্থ আসমানের প্রতিনিধিত্ব করে।

৫. অতি দূর থেকে আগত আলোকতরঙ্গের উৎসসমূহের
প্রতিনিধিত্বকারী মহাজাগতিক বলয় পঞ্চম আসমানের প্রতিনিধিত্ব
করে।

৬. মহাবিশ্বের প্রসারমান ক্ষেত্র ষষ্ঠ আসমানের প্রতিনিধিত্ব করে।

৭. মহাবিশ্বের প্রান্তহীন অসীমত্বের নির্দেশক সর্ববহিরস্থ ক্ষেত্র সপ্তম
আসমানের প্রতিনিধিত্ব করে।

আসমানের এই স্তরসমূহ অকল্পনীয় স্থান জুড়ে আছে। প্রথম আসমান স্তরের
পুরুত্ব আনুমানিক ৬.৫ ট্রিলিয়ন কিলোমিটার। দ্বিতীয় স্তর তথা আমাদের
ছায়াপথের ব্যাস হল ১৩০ হাজার আলোকবর্ষ। তৃতীয় স্তরের বিস্তার ২
মিলিয়ন আলোকবর্ষ। চতুর্থ স্তরের ব্যাস ১০০ মিলিয়ন আলোকবর্ষ। পঞ্চম
স্তরটি ১ বিলিয়ন আলোকবর্ষের দূরত্বে। ষষ্ঠ স্তরটি অবস্থিত ২০ বিলিয়ন
আলোকবর্ষের দূরত্বে। একথা বলা বাহুল্য যে, সপ্তম স্তরটি বিস্তৃত হয়ে
আছে অসীম দূরত্ব পর্যন্ত। সকল প্রশংসা ও কৃতজ্ঞতা সেই আল্লাহ
তাআলার জন্যে যিনি এই সুবৃহৎ ও অসীম মহাবিশ্বের একমাত্র সৃষ্টিকর্তা ও
পালনকর্তা। এই হল সেই সপ্তস্তর আসমান যার ঘোষণা দিয়েছে কুরআন
মাজিদ আজ থেকে চৌদ্দশ বছর পূবে।
Share:

Wednesday, June 15, 2016

সূরা মু'মিনুন (১২-১৪) আয়াত।

সূরা মু'মিনুন (১২-১৪) আয়াত। 



অর্থাৎ, আর আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে। অতঃপর আমি তাকে শুক্রবিন্দুরুপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি। এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তে পরিণত করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিন্ডে পরিণত করেছি, এরপর সেই মাংসপিন্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি। অবশেষে তাকে একটি নতুনরুপে দাড় করিয়েছি। নিপুণতম সৃষ্টি কর্তা কতই না কল্যাণময়। (সূরা মু’মিনুন: ১২-১৪)
Share:

রমযানে জীবনের পূর্বের গোনাসমূহ মাফ করুন।

রমযানে জীবনের পূর্বের গোনাসমূহ মাফ করুন। 





আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণীত, নবী কারিম (সঃ) বলেছেনঃ যে ব্যাক্তি রমযানে ঈমানের সাথে সাওয়াব লাভের আশায় কিয়ামে রমাজান বা তারাবির সালাত আদায় করবে তার পূর্ববর্তী গোনাসমূহ মাফ করে দেওয়া হবে।

সহিহ বুখারি-১৮৮২
Share:

Saturday, June 11, 2016

সূরাঃ আর-রহমান | আয়াতঃ ১৪, ১৫, ১৬


সূরাঃ আর-রহমান | আয়াতঃ ১৪, ১৫, ১৬



মানুষকে তিনি সৃষ্টি করেছেন পোঁরা মাটির মতো মাটি হতে ।
আর জীন কে তিনি সৃষ্টি করেছেন অগ্নি শিখা হতে ।
সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন অবদানকে অস্বীকার করবে? 

সূরাঃ আর-রহমান
আয়াতঃ ১৪, ১৫, ১৬
Share: