Sunday, June 19, 2016

প্রত্যেকেই পরোক্ষভাবে হলেও আল্লাহ্‌র আইন মানে

প্রত্যেকেই পরোক্ষভাবে হলেও আল্লাহ্‌র আইন মানে

আমরা মুসলিম জাতী,আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার ধর্ম ইসলাম, আমি গর্বিত যে আমি একজন মুসলিম। আনেক অমুসলিম আছে যারা দুনিয়াতে শুধু ইসলামের শত্রু হয়ে ইসলামকে ধ্বংস করতে এসেছে, তাঁরা ইসলামের কোন কিছু মানতেই চাই না। কিন্তু আমি আজকে দেখাব তাঁরা ইসলামকে মানতে না চাইলেও পরোক্ষভাবে ইসলামকে মেনেই দুনিয়াতে টিকে আছে। ইসলামকে না মেনে কোন মুসলিম, কাফের, ইহুদী, নাস্তিক, কেউ-ই দুনিয়াতে টিকতে পারবেনা। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো।

একজন মুসলমানের পশ্চিম, একজন কাফেরের পশ্চিম, একজন নাস্তিকের পশ্চিম, বাংলাদেশের পশ্চিম, ইন্ডিয়ার পশ্চিম বা অন্য যে কোন দেশের ই হক না কেন সবারই পশ্চিম দিক (West Side) আছে। এই পশ্চিম কীভাবে নির্ণয় করা হয়েছে তা সবারই জানা। পৃথিবীর কেন্দ্রই হচ্ছে সকলের পশ্চিম, আর এই পৃথিবীর কেন্দ্র কোথাই বা কোনটা জানেন? পবিত্র মক্কা শরীফের ক্বাবা ঘর! সকল ধর্মের মানুষই কিন্তু পরোক্ষভাবে হলেও ক্বাবা ঘরকে-ই মেনে নিয়েছে। পৃথিবীতে সকল মসজিদই মহান আল্লাহ্‌র ঘর, ক্বাবা ঘর মহান আল্লাহ্‌র ঘর আর সেই দিক থেকে পৃথিবীর সবাই পরোক্ষভাবে হলেও আল্লাহর আইনকে মেনেনিতে বাধ্য হয়েছে, পরোক্ষভাবে হোক বা প্রত্যক্ষভাবে।
Share:

0 comments:

Post a Comment