Showing posts with label Q&A. Show all posts
Showing posts with label Q&A. Show all posts

Wednesday, January 31, 2018

সেজদাহে দোয়া করা যাবে কি না বা করা গেলেও বাংলাই করা যাবে কি না ?

সেজদাহে দোয়া করা যাবে কি না বা করা গেলেও বাংলাই করা যাবে কি না ?




উত্তরঃ রাসুলুল্লাহ (সঃ) এর শেষ ওয়াছিওত- রবিউল আউয়াল মাসের ১২ তারিখ, সোমবার দিন সাহাবিরা ফজর সালাত আদায় করবেন তখন সাহাবিরা দেখলেন রাসুলুল্লাহ (সঃ) একটু সুস্থ আনুভব করছেন (অসুস্থ ছিলেন)। সাহাবিরা রাসুল (সঃ) দেখে এগিয়ে আসতে চাইলে রাসুলুল্লাহ (সঃ) দরজার চৌকাঠে দাঁড়ানো অবস্থায় ইশারা করলেন তোমরা থাকো। রাসুলুল্লাহ (সঃ) বললেন-“রুকুতে তোমরা রবের তাযীম প্রকাশ করবে, যখন সেজদাহ করবে তখন বেশি বেশি দোয়া করবে”। কাজেই সেজদায় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, তাই আমরা সিজদাহে বেশি বেশি দোয়া করবো, তবে আমাদের চাওয়ার ভাষাটা হবে আল্লাহ্‌র কাছে চাওয়ার ভাষা, বিনয়ী ভাষা। রাসুলুল্লাহ (সঃ) এর শেখানো দোয়াগুলো করলে ভালো হয় এছাড়াও আমরা যেকোনো কিছু চায়তে পারি, দুনিয়া হক, আখেরাত হক যেকোনো কিছু। আমাদের দেশে যে ধরনের ফিকাহ কিতাবগুলো পরানো হয় বা আমাদের দেশের আলেম ঊলামাদের মতে মাতৃভাষায় দোয়া করা মাখরু, কেঁউ কেঁউ বলেছে মাখরু তাঞ্জি (অনুচিত), বেশি মাখরু তাহরিম। এটা হল আমাদের দেশের হানাফি মাজহাবি ফকিহগনের মত তবে হানাফি মাজহাবি ফকিররা যারা মিশর সাঊদি আরব, মিশর, তুরস্ক, সিরিয়া আছেন তারা বলেন মাতৃভাষায় সেজদাহে দোয়া করা কোন দোষ হতে পারে না। বরং দোয়া তো বান্দা আল্লাহ্‌র কাছে নিজের ভাষাতেই করবেন। এজন্য সেজদাহে দোয়া কোরআনের ভাষাতেই করবো যদি কেঁউ না পারে তাহলে নফল সালাতে তাহাজ্জুদ সালাতে মাতৃভাষায় দোয়া করতে পারেন বিষেশ করে কোরআন বা হাদিসে যে দোয়াগুলো এর অর্থগুলো মনের আবেগে বলতে পারেন।

ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

Share: