Sunday, December 30, 2018

আল্লাহর সুন্দর নাম সমুহ | আল ওয়াহিদ এবং আল আহাদ

আল ওয়াহিদ এবং আল আহাদ নামের ব্যাখ্যা 

মহান আল্লাহ এক ও অদ্বিতীয়। অনন্তকাল ধরে তিনি তাঁর সত্বা, গুণাগুণ, কার্যাবলী, রুবুবিয়াত, উলুহিয়াত সব কিছুতেই অদ্বিতীয় ও অনন্য। তিনি এককভাবে সকল ইবাদত-বন্দেগীর হকদার।

কুরআনে আল ওয়াহিদ নামটি ২২ বার এবং আল আহাদ নামটি ১ বার উল্লেখিত হয়েছে।

আল্লাহ বলেন,
 

وَهُوَ الْوَاحِدُ الْقَهَّارُ

এবং তিনি একক, পরাক্রমশালী ।” (সূরা রাদ: ১৬)

قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ

বলুন, তিনি আল্লাহ এক ।” (সূরা ইখলাস: ১)

Share:

0 comments:

Post a Comment