Sunday, December 30, 2018

আল্লাহর সুন্দর নাম সমুহ | আল ওয়াহিদ এবং আল আহাদ

আল ওয়াহিদ এবং আল আহাদ নামের ব্যাখ্যা 

মহান আল্লাহ এক ও অদ্বিতীয়। অনন্তকাল ধরে তিনি তাঁর সত্বা, গুণাগুণ, কার্যাবলী, রুবুবিয়াত, উলুহিয়াত সব কিছুতেই অদ্বিতীয় ও অনন্য। তিনি এককভাবে সকল ইবাদত-বন্দেগীর হকদার।

কুরআনে আল ওয়াহিদ নামটি ২২ বার এবং আল আহাদ নামটি ১ বার উল্লেখিত হয়েছে।

আল্লাহ বলেন,
 

وَهُوَ الْوَاحِدُ الْقَهَّارُ

এবং তিনি একক, পরাক্রমশালী ।” (সূরা রাদ: ১৬)

قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ

বলুন, তিনি আল্লাহ এক ।” (সূরা ইখলাস: ১)

Share:

আল্লাহর সুন্দর নাম সমুহ | আর রব্ব


রব্ব নামের ব্যাখ্যা

মহান আল্লাহ সমগ্র বিশ্বচরাচরের স্রষ্টা,অধিপতি, পরিচালক এবং প্রতিপালক। তিনি সৃষ্টি জগতকে অসংখ্য নিয়ামত সহকারে প্রতিপালন করেন আর তার প্রিয়ভাজনদেরকে এমনভাবে প্রতিপালন করেন যেন তাদের অন্তরগুলো সঠিক পথে প্রতিষ্ঠিত থাকে।

কুরআনে এ নামটি ৯০০ বার উল্লেখিত হয়েছে।

যেমন আল্লাহ তায়ালা বলেন,  

الْحَمْدُ لِلَّـهِ رَبِّ الْعَالَمِينَ


যাবতীয় প্রশংসা আল্লাহ তায়ালার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।” (সূরা ফাতিহা: ২)

Share:

আল্লাহর সুন্দর নাম সমুহ | আল্লাহ


আল্লাহ নামের ব্যাখ্যা

আল্লাহ শব্দের অর্থ মা’বুদ বা উপাস্য। তিনি সেই মহান আল্লাহ যার কাছে পৃথিবীর সকল সৃষ্টিলোক তাদের সকল অভাব অনটন ও বিপদ আপদে পরম ভালোবাসা, ভয়ভীতি ও বিনম্র ভক্তি শ্রদ্ধা সহকারে ছুটে যায়।

এই নামের মধ্যে তার সকল সুন্দর নাম ও গুণাবলির সমন্বয় ঘটেছে। 

·         কুরআনে এই নামটি মোট ২৭১৪ বার উল্লেখিত হয়েছে। 

·         যেমন আল্লাহ বলেনঃ 

إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي

  আমিই আল্লাহ। আমি ব্যতিত কোন উপাস্য নেয়। এতএব, আমার এবাদত কর এবং আমার স্মরণার্থে সালাত কায়েম কর।“ (সূরা ত্বাহাঃ ১৪)

Share: