রব্ব নামের ব্যাখ্যা
মহান আল্লাহ সমগ্র বিশ্বচরাচরের স্রষ্টা,অধিপতি,
পরিচালক
এবং প্রতিপালক। তিনি সৃষ্টি জগতকে অসংখ্য নিয়ামত সহকারে প্রতিপালন করেন আর তার
প্রিয়ভাজনদেরকে এমনভাবে প্রতিপালন করেন যেন তাদের অন্তরগুলো সঠিক পথে প্রতিষ্ঠিত
থাকে।
কুরআনে এ নামটি ৯০০ বার উল্লেখিত হয়েছে।
যেমন আল্লাহ তায়ালা বলেন,
0 comments:
Post a Comment